খুলনায় জাপা নেতা টেপাকে সংবর্ধনা অনুষ্ঠান প্রতিবাদ সমাবেশে রূপ নেয়

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

মো:আতিয়ার রহমান খুলনাঃ খুলনায় জাপা নেতা টেপাকে সংবর্ধনা অনুষ্ঠান প্রতিবাদ সমাবেশে রূপ নেয় গতকাল রবিবার সকালে নগরীর ডাকবাংলা চত্বরে খুলনা জেলা ও মহানগর জাপা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। জাপার অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব সাহিদুর রহমান টেপাকে এ সংবর্ধনা দেয়া হয়।

মিছিল সহকারে এ অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় পার্টি খুলনা মহানগর ও জেলার নেতা-কর্মীরা আসেন। সংবর্ধনা অনুষ্ঠানটি অবশেষে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব সাহিদুর রহমান টেপা ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর ছবি পোড়ানোর প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তারা ছিলেন সোচ্চার।

সমাবেশ শুরুর পূর্বে নগরীতে মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব সাহিদুর রহমান টেপা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, বিশেষ অতিথি ছিলেন জাপার ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসাইন, জাপার কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, খুলনার জাপার সাবেক মেয়র প্রার্থী এস.এম.মুশফিকুর রহমান, জাপার ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান। প্রধান বক্তা ছিলেন নগর জাপার সদস্য সচিব হাজী মোশারফ হোসেন, সভাপতিত্ব করেন জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু। সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ আওয়ামীলীগ-বিএনপির শাসন দেখেছে।

তারা এ দু’দলের কাছে বারবার ঠকেছে। আর ঠকতে চায় না। তারা বিকল্প হিসেবে জাপাকে ক্ষমতায় দেখতে চায়। এ জন্য দলকে আরো সুসংগঠিত করতে হবে। দলের ভিতর কোন চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারীদের কোন স্থান নেই। বক্তারা আরো বলেন, সম্প্রতি দলের মাঝে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব সাহিদুর রহমান টেপা ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর ছবি পুড়িয়েছে। এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদেরকে কোনভাবে ছাড় দেয়া হবে না। এ নেক্কারজনক কাজটি যারা করেছে তারা জাপা করতে পারবে না। তাদেরকে দলে কোন স্থান দেয়া হবে না।

সমাবেশে অংশ নেন জাপার প্রবীন নেতা শাহ লায়েক উল্লাহ, সোনাডাঙ্গা থানা জাপার আহবায়ক শেখ নাজমুল কবির সাদী, সদর থানা জাপার আহ্বায়ক তৈমুর হোসেন শাহিন, দৌলতপুর থানা আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিম, খানজাহান আলী থানা আহ্বায়কএস এম আনিসুর রহমান, জাপা নেতা নজরুল ইসলাম আজাদ, শহিদুল কাদির উৎসব, কামরুল ইসলাম, শাহরিয়ার নাজিম, রিয়াজ হাওলাদার, মহানগর যুবসংহতির সভাপতি তোবারেক হোসেন তপু, ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মাসুদ রানা, কালা চান, এড. শান্ত, এম এ কালাম, মিজানুর রহমান শহিদ, দেশ আহমেদ রাজু প্রমূখ।জাপার মহানগর কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও মহানগরের প্রতিটি ওয়ার্ড ও উপজেলা থেকে প্রায় দু’ হাজার নেতা-কর্মী আসে। তবে মহানগর জাপার আহবায়ক এড. মঞ্জুরুল আলম দল থেকে পদ ত্যাগ করায় তাকে এ অনুষ্ঠানে রাখা হয়নি।