ধোবাউড়ায় ভারপ্রাপ্ত সভাপতি কে নিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন কে নিয়ে কটুক্তি ও মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের সভাপতিত্বে রবিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেবিট রানা চিসিম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী বিশ্বাস, মজিবর রহমান, মনোয়ার হোসেন রিপন প্রমূখ।

এসময় বক্তারা বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল কর্তৃক ভারপ্রাপ্ত সভাপতি কে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। যা অত্যন্ত ঘৃনিত কাজ। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। অভিযোগের বিষয়টি আমি জ্ঞাত নই। এটা রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্য প্রণোদিত।