ধর্মপাশায় হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

চয়ন কান্তি দাস ধর্মপাশা প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশায় হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের উদ্যোগে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলা শাখার আহ্বায়ক জুবায়ের পাশা হিমুর পরিচালনায় বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন, উপজেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সুশীল চন্দ্র সরকার, সদস্য রোকন উদ্দিন ও নূরুল আমিন। পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়