বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষকদের ভুমিকা অপরিসীম এমপি আনোয়ার হোসেন হেলাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সবাইকে কাজ করতে হবে। ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার পাশে থেকে সবাইকে কাজ করে যেতে তিনি সকলের প্রতি আহবান জানান। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার গুনগতমান বৃদ্ধি ও মাননীয় সাংসদকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষকদের উদ্দেশে এমপি আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা। আমরা সব সময় শিক্ষাকে মর্যাদা দিই, শিক্ষকদের মর্যাদা দিই। এখনো আমি আমার শিক্ষকদের পেলে সম্মানের সঙ্গে তাঁদের মর্যাদা দিই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। কাজেই প্রত্যেকটা ছেলেমেয়েকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা; মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো এবং ন্যায়-নীতিবান ও আদর্শ নিয়ে মানুষ হওয়া; সেই চর্চা যেন তাদের মধ্যে থাকে, সে ব্যাপারে আপনাদের নজর দিতে হবে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। ছেলেমেয়েরা যেন বিভ্রান্তির পথে না যায়। আজকে যেমন মাদকাসক্তি, সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে যেন জড়িত না হয়।’ শিক্ষক আমিনুল ইসলাম ও শিপ্রা সরকারে সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফিজার রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক, রাণীনগর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভিন, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, জানবক্্র সরদার, আক্কাছ আলী, আফছার আলী, আব্দুল মান্নান মোল্লা, আল্লামা শের-ই-বিপ্লব, নাজমুল হক নাদিম, আব্দুস শুকুর সরদার, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, যুগ্ন-সম্পাদক বরুন কুমার সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। ও শিপ্রা সরকার। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটের সাবেক চেয়ারম্যান আক্রাম হোসেন মন্ডলের ইন্তেকাল যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বান্দরবানে অবৈধ ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১৮ লাখ টাকা জরিমানা মাঠে ধান পাঁকলেও মিলছেনা শ্রমিক; রয়েছে কাল বৈশাখীর ভয় চিতলমারীতে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে খাদ্য বিতরণ চলাচলের অযোগ্য আশুলিয়ার শাখা সড়কগুলো গৌরনদীতে নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযান আত্রাইয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা গৌরীপুরে করোনা’র নমুনা সংগ্রহে ‘স্বপ্নের গৌরীপুর’র বুথ স্থাপন ডুমুরিয়ায় মাহেন্দ্রা-বাস সংঘর্ষে নিহত ২, আহত ১ গাজীপুরে ৯৬০০ পিস ইয়াবা ও গাড়িসহ গ্রেপ্তার ৪ বিরামপুর পৌর নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ, নৌকার পালে হাওয়া SHARES Matched Content দেশের খবর বিষয়: আনোয়ারবঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষকদের ভুমিকা অপরিসীম এমপিহেলালহোসেন