বিরামপুর পৌর নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ, নৌকার পালে হাওয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১ জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে সকল মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। পৌষের হাড় কাঁপানো শীতকে হার মানিয়ে তারা হাতে হাত রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার মাঝি অধ্যাপক আক্কাস আলীকে বিজয়ী করবার জন্য। পৌর শহরে এমন আবেগময় দৃশ্যদেখা যাচ্ছে প্রতিদিন। এদিকে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের আস্থা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান অধ্যাপক আক্কাস আলী। ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন থেকেই শুরু করেছেন তিনি গণসংযোগ। নির্বাচনী পথসভাগুলোতেও ভোটারদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু’র নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ স্থানীয় নেতৃবৃন্দ শহরের প্রতিটি সড়ক, পাড়া-মহল্লা, হাট বাজার ও বাসাবাড়িতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। স্থানীয়বৃন্দও অতিতের সব দ্বিধা-বিভক্তি ভুলে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উঠান-বৈঠক, পথসভা, গণসংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু বলেন, জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর। পৌর নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ঐক্যের সেতু বন্ধন গড়ে উঠেছে এ সেতু বেয়ে আমরা অবশ্যই জয়ের লক্ষ্যে পৌছাবো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে নৌকার মাঝি অধ্যাপক আক্কাস আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত মেয়র প্রার্থী। আমার বিশ্বাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট দিয়ে পৌরবাসী আমাকে নির্বাচিত করার মাধ্যমে আমার স্বপ্ন এ পৌরসভাকে একটি মডেল ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবার সুযোগ দিবেন। তবে পৌরসভার নবীন ও প্রবীণ ভোটারদের ধারণা এবারের নির্বাচনে ‘চর্তুমুখী’ লড়াই হবে। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি দিনাজপুরের বিরামপুর পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। Share this:FacebookX Related posts: ফুলপুরে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থী শশধর সেনের মতবিনিময় গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: নৌকারপালেবিরামপুর পৌর নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগহাওয়া