সর্দারপাড়া বায়তুন নাজাত জামে মসজিদের তিনতলা ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের সর্দারপাড়া বায়তুন নাজাত জামে মসজিদের তিনতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টা সর্দারপাড়া বায়তুন নাজাত জামে মসজিদের তিনতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন খোশবাজার দরবার শরীফের পীরসাহেব আবু সাঈদ মুহাম্মদ নাজমুল ছায়াদাত।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর মেয়র এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, পঞ্চগড় জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল, প্যানেল মেয়র মোঃ খাদেমুল ইসলাম, কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম বেলাল, কাউন্সিলর মোঃ শফিকুর রহমান কেবলা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ ঝরনা বেগম, অধ্যাপক ইমরান আল আমিন, প্রভাষক এন এ রবিউল হাসান লিটন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাজহারুল ইসলামসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিবৃন্দ।

এসময় বিশ্ব উম্মার মুক্তির জন্য এবং প্রাণ ঘাতী করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহ্‌র দরবারে দোয়া কামনা করা হয়।