ধোবাউড়ায় আওয়ামী রাজনীতির গ্রুফিং উত্তেজনা চরমেঃ কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া(ময়মনসিংহঃগতকাল সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধোবাউড়া উপজেলা যুবলীগের আহব্বায়ক ও জেলা পরিষদ সদস্য ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। অপরদিকে দ্বিধা বিভক্ত উপজেলা যুবলীগের একাংশের নেতৃত্বে পাল্টা কর্মসূচী নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে উক্ত কর্মসূচীর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায়।

একপর্যায়ে দ্বিখন্ডিত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্ব স্ব গ্রুপের কর্মীদের নিয়ন্ত্রণ করে। উত্তেজনা চরম আকার ধারন করায় উপজেলা নির্বাহী অফিসার জনাব রাফিকুজ্জামান, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ চাঁদ মিয়াসহ প্রশাসনের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করে ডাঃ আসাদুজ্জামান আকন্দর নেতৃত্বে যুব র‌্যালী না করে শান্তিপূর্ন পরিস্থিতি বজায় রাখার স্বার্থে শুধু আলোচনা সভা করার প্রস্তাব জানান। মুলত প্রশাসনের বাধাঁর কারনেই যুব র‌্যালী করার কর্মসূচী বাতিল করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল। এসময়, সাংগঠনিক সম্পাদক সওকত উসমান , সম্মানিত সদস্য অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন খান কামাল, সম্মানিত সদস্য মজনু মৃর্ধা, শাহজাহান সরকার সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আলোচনা কালে যুবলীগের একাংশের নেতৃত্বে হঠাৎ করে কর্মসূচী নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করায় এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে বক্তারা তাদের বক্তব্যে ধোবাউড়া উপজেলা আওয়ামী রাজনীতিতে গ্রুফিং বন্ধ করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্দভাবে কাজ করার পদক্ষেপ গ্রহনের জন্যে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।