পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের স্থানীয় সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত, “প্রেস কাউন্সিল আইন, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষণীয় বিষয়সমূহ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

এ সময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা ও আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইসুফ আলী। এসময় জেলার বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণ কর্মশালা অংশ নেয়।