খুলনায় যুবলীগের কেন্দ্রীয় পদে খুলনার চার নেতা

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

মো:আতিয়ার রহমান খুলনাঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন খুলনার চার নেতা। এসব নেতাদের সোস্যাল মিডিয়ায় এবং মুঠো ফোনের মাধ্যমে দিনভর অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামীগের নেতারা।

এই চার নেতার মধ্যে রয়েছেন একজন নারী নেত্রী। খুলনা সদর, লবণচরা থানা, ডুমুরিয়া ও রূপসা উপজেলায় চারনেতার বসবাস। কেন্দ্রে খুলনাকে গুরুত্ব দেওয়ায় কর্মীবৃন্দের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
পদ পাওয়া চার নেতার মধ্যে প্রেসিডিয়াম সদস্য পদ পেয়েছেন শেখ সোহেল তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদ পেয়েছেন বাগেরহাট জেলার শরনখোলার কৃতি সন্তান এস এম রাজু। তিনি কেন্দ্রীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে রাত দিন সরকার দীলয় নেতাদের সঙ্গে কাজ করে আসিতেছেন, তিনি খুলনা চেম্বার অব কমার্সের সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য, । খুলনা সহ ঢাকাতে এই নেতার ব্যবসা রয়েছেন বলে জানা যায়।

এছাড়াও নির্বাহী সদস্য পদ পেয়েছেন রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কী দেয়াড়া গ্রামের সন্তান মোঃ নুর আলম মিয়া। তিনি এর আগে কেন্দ্রীয় ছাত্র নেতা ছিলেন।
ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য। খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার সস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা চৈতালী হালদার চৈতী।
খুলনা এই যুবলীগের নির্বাহী সদস্য চৈতালী হালদার।

মো: নূর আলম মিয়া এবং এস এম রাজু যায়যায়দিনকে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে পদে রেখেছেন। তারা চেষ্টা করবেন আগামীতে পদমর্যাদা রক্ষা করে যুবলীগকে আরো বেশি গতিশীল ও শক্তিশালি করে তুলতে কাজ করে চলছেন। পাশাপাশি খুলনার মানুষের উন্নয়নে পাশে থাকাসহ সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে সবার সহযোগীতা প্রত্যাশা করেছেন এই চার নেতা। উল্লেখ্য ১৩ পদ খালি রেখে কংগ্রেসের প্রায় এক বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার ১৪.১১.২০২০ সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)। এই খুলনা চার নেতার আনন্দ খবর পাওয়ার পরে মহানগর যুবলীগের পক্ষথেকে আনন্দ মিছিল করে।