খুলনার পুলিশ সুপার শফিউল্লাহ করোনা আক্রান্ত

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

আতিয়ার রহমান,খুলনা অফিস : খুলনা জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ (বিপিএম) করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার খোঁজ নিয়ে জানা যায়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

জেলা পুলিশ সুপার কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৬ আগষ্ট তার করোনা পজেটিভ আসে। তবে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার বিকেলে। বর্তমানে তিনি ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম মুকুল সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, তার আম্মা, স্ত্রী, দুই সন্তান গত ২৬ তারিখে করোনা শনাক্ত হয়। তারাই সবাই বাড়িতে আইসোলেশনে আছেন।

তবে পুলিশ সুপারের শারীরিক সমস্যা থাকায় শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।