০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ০৪ (চার) বোতল বিদেশী মদ ও ০২টি মোবাইল সেট উদ্ধার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারনেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে অপরাধীরা বিভিন্ন অপরাধ করছে তার মধ্যে অবৈধ অস্ত্র ব্যবসা ও ব্যবহার অন্যতম। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ নভেম্বর ২০২০ইং তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর মোঃ ফজলে রাব্বি, বিএসপি এর নেতৃত্বে র‌্যাব-১৪, ময়মনসিংহের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম জেসি গুহ রোড সংলগ্ন রাস্তার উত্তর পাশে আরিফ অটো হাউজ এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী বিদেশী মদ ক্রয়/বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে আসামী ১। অনিন্দ্র পাল (২১), পিতা-নারায়ণ পাল, গ্রাম-আমতলা, থানা-নেত্রকোণা সদর, জেলা-নেত্রকোণা বর্তমানে পাটগুদাম, মন্দির সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। তানভীর আহম্মেদ তূর্য (২১), পিতা-মোঃ সোহেল, সাং-৮৪নং জেসি গুহ রোড, বাঘমারা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও ৩। মোঃ রাব্বী হোসাইন @ রিসাত (২২), পিতা-মোঃ আবু কাউছার, সাং-উত্তর বাজার, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ বর্তমানে সাং-পাটগুদাম বাবুল মড়লের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং তাদের হেফাজত হতে ০৪ (চার) বোতল বিদেশী মদ যার গায়ে ইংরেজীতে জঙণঅখ, ঝঞঅএ, ডঐওঝকণ, ৭৫০ সষ লেখা আছে, যার সর্বমোট ওজন ৩,০০০ মিঃ লিঃ, মূল্য অনুমান ৮,০০০/-(আট হাজার) টাকা ও ০২টি মোবাইল সেট সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা যোগসাজসে মাদক বিদেশী মদ ক্রয়/বিক্রয় করে থাকে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।