র‌্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক প্রতি বছর শীতের সময় গরীব অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন,বিপিএম (সেবা), পিএসসি, এলএসসি অদ্য ২২/০১/২০২০ খ্রিঃ তারিখ রোজ বুধবার বেলা ১১.০০ ঘটিকার সময় ময়মনসিংহ শহরের আকুয়া বাইপাসে৩৫০ জন গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।শীত বস্ত্র বিতরণের সময় অধিনায়ক মহোদয় তাঁর বক্তব্যে বলেন আমাদের দেশের দরিদ্র মানুষেরা শীতের সময় অনেক কষ্টে দিনানিপাত করেন।

আমাদের যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেকেরই উচিত যার যার সাধ্যমত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এটা আমাদের মানবিক দায়িত্ব।

এসময়উপস্থিত ছিলেনর‌্যাব-১৪, ময়মনসিংহএর উপ-অধিনায়কমেজরশিবলীসাদিক, সিনিঃএএসপি, জসিমউদ্দিন, এবংএএসপিসমীরসরকার,র‌্যাব-১৪, ময়মনসিংহ।উল্লেখ্য বর্তমানমাসের ০৩ জানুয়ারি ৩৫০ জন দরিদ্র মানুষেরমাঝে র‌্যাব-১৪, ময়মনসিংহএরআকুয়াক্যাম্পে শীত বস্ত্র বিতরণকরা হয়।