গৌরীপুর কলতাপাড়া থেকে ২ কেজিগাঁজা, চাপাতিসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৪,

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীনকলতাপাড়াএলাকায়নিয়মিতটহলডিউটিচলাকালীন গত ০৮/১২/২০২০ খ্রিঃতারিখরাতঅনুমান ২০.৫৫ ঘটিকারসময় গোপনসংবাদের ভিত্তিতেজানতেপারেন যে, ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন ডৌহাখলাবাজারস্থ “রিয়াদ ক্লোথ স্টোরের”সামনেপাকারাস্তারউপরকতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গত০৮/১২/২০২০ খ্রিঃতারিখরাতঅনুমান ২১.২৫ ঘটিকারসময়ঘটনাস্থলে পৌঁছিলেইউনিফর্ম পরিহিতর‌্যাবসদস্যদের দেখে সন্দিগ্ধ তিনজন ব্যক্তি দৌঁড়েপালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সেরসহায়তায় ১। মোঃইলিয়াসউদ্দিন (২৮), ২। ইমনইসলাম (১৯), ৩। মোঃআশরাফুলহক (২০)দের সন্দেহজনকভাবেধৃতকরাহয়এবংতাদের দেহতল্লাশীকরেএকটিসাদাপ্লাস্টিকের বাজারেরব্যাগের ভেতরহতেআনুমানিক ০২ (দুই) কেজিগাঁজা,একটিচাপাতি ও মোবাইল ফোনউদ্ধারকরাহয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লিখিত গাঁজা তাদের নিজের বলে স্বীকার করে যা তারা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে এবং জব্দকৃত মোবাইল ফোন মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহার করে আসছিল বলে স্বীকার করে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুরথানায়মামলাদায়েরকরাহয়েছে।