র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে ত্রাণ বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ শহরসহ সারা বাংলাদেশে করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। ফলে অনেক দুঃস্থ পরিবারের পক্ষে দৈনন্দিন জীবন নির্বাহ কঠিন হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে সে সব পরিবারের জন্য সামাজিক সহায়তা অব্যাহত রয়েছে। গরীব, অসহায় ও বর্তমান পরিস্থিতির কারণে উপার্জনহীন সে সব পরিবারের কষ্টের কথা চিন্তা করে র্যাব-১৪, ময়মনসিংহ ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার দায়বদ্ধতা অনুভব করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন,বিপিএম (সেবা), পিএসসি, এলএসসি অদ্য ১৪/০৪/২০২০ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ময়মনসিংহ জেলার জুবলিঘাট, থানাঘাট এলাকায় কর্মহীন হয়ে পড়া বেদে সম্প্রদায় সহ অন্যান্য অসহায়, দুঃস্থ ও গরীব ৩০০ পরিবারের মধ্যে মানুষকে রাতের অন্ধকারে ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণ বিতরণের সময় র্যাব-১৪-এর অধিনায়ক মহোদয় বলেন,করোনা বিস্তার প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে, কেউ যাতে বাসা থেকে বাইরে বের না হয়। সে জন্য প্রথমদিন থেকে র্যাবের বিশেষ টহলের ব্যবস্থা করেছি এবং যারা দিনমজুর,গরীব, দুঃস্থ তাঁদের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই চেষ্টা। যতদিন পর্যন্ত করোনাভাইরাসে এই দুর্যোগ থাকবে, ততদিন পর্যন্ত অসহায় মানুষের পাশে আমরা থাকব। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ জনগণের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিক ভাবে হাত ধৌত করণসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়। Share this:FacebookX Related posts: র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে শীত বস্ত্র বিতরণ ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক শহরের আকুয়া বাইপাসে শীত বস্ত্র বিতরণ ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক এতিম,দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ র্যাব-১৪ কর্তৃক ১২ বছর যাবৎ পলাতক জেএমবিএর সক্রিয় সদস্য আটক গৌরীপুর হরিজন পল্লীতে জেলা পরিষদ সদস্য খারুল বাশারের কম্বল বিতরণ গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ ময়মনসিংহ মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে সুন্দর ছোট্ট মেয়েটি সড়ক দুর্ঘটনায় পূর্বধলার ৬ নিহত পরিবারের পাশে: জেলা প্রশাসন হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী এঙ্গুর মিয়া SHARES Matched Content দেশের খবর বিষয়: কর্তৃকত্রাণ বিতরণময়মনসিংহর্যাব-১৪শহরে