র‌্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ শহরসহ সারা বাংলাদেশে করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। ফলে অনেক দুঃস্থ পরিবারের পক্ষে দৈনন্দিন জীবন নির্বাহ কঠিন হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে সে সব পরিবারের জন্য সামাজিক সহায়তা অব্যাহত রয়েছে। গরীব, অসহায় ও বর্তমান পরিস্থিতির কারণে উপার্জনহীন সে সব পরিবারের কষ্টের কথা চিন্তা করে র‌্যাব-১৪, ময়মনসিংহ ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার দায়বদ্ধতা অনুভব করছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন,বিপিএম (সেবা), পিএসসি, এলএসসি অদ্য ১৪/০৪/২০২০ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ময়মনসিংহ জেলার জুবলিঘাট, থানাঘাট এলাকায় কর্মহীন হয়ে পড়া বেদে সম্প্রদায় সহ অন্যান্য অসহায়, দুঃস্থ ও গরীব ৩০০ পরিবারের মধ্যে মানুষকে রাতের অন্ধকারে ত্রাণ বিতরণ করেছেন।

ত্রাণ বিতরণের সময় র‌্যাব-১৪-এর অধিনায়ক মহোদয় বলেন,করোনা বিস্তার প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে, কেউ যাতে বাসা থেকে বাইরে বের না হয়। সে জন্য প্রথমদিন থেকে র‌্যাবের বিশেষ টহলের ব্যবস্থা করেছি এবং যারা দিনমজুর,গরীব, দুঃস্থ তাঁদের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই চেষ্টা। যতদিন পর্যন্ত করোনাভাইরাসে এই দুর্যোগ থাকবে, ততদিন পর্যন্ত অসহায় মানুষের পাশে আমরা থাকব।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ জনগণের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিক ভাবে হাত ধৌত করণসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়।