ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত-২

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া (ময়মনসিংহ)ঃময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়নের কাঁঠালকুশি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ রিনা আক্তার(৫০) ও ছেলে সুমন মিয়া নামে দুজন আহত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকাল ০৪.০০ ঘটিকায় সাংসারিক কাজে রিনা আক্তার বাড়ির উঠানে গেলে জমিজমা নিয়ে বিরোধের জেরে পুর্ব পরিকল্পিত ভাবে প্রতিবেশী সিদ্দিক মিয়া (৪০) মতিমিয়া(৩০) গংরা দেশীয় ধারালো অস্ত্র রাম-দা, সাবল, লোহার রট, বাশেঁর লাঠি নিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে গৃহবধূর পায়ের হাঁটুর নিচে হাড় ভাঙ্গা জখম ও কোমরে এলোপাতারি আঘাত করে গুরতর আহত করে । মাকে বাচাঁতে ছেলে সুমন মিয়া এগিয়ে আসলে তাকেও হাঁতে আঘাত করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় রিনা আক্তার ও ছেলে সুমনকে বিবাদীদের কবল থেকে রক্ষা করে অটোরিক্সা যোগে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিমের ছেলে মোমেন মিয়া বাদী হয়ে ৪ জনকে আসামী করে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে গোয়াতলা ইউনিয়ন বিট ইনচার্জ এস আই শহিদুল ইসলামের সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগটি হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।