সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

নিউজ ডেস্ক :সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে নেত্রকোনায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযুক্ত ওই বাবাকে গ্রেফতার করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহরের কাটলী গ্রামের ৫ম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে সৎ বাবা রাসেল মিয়ার (৩২) বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে জানায়।

পুলিশ বুধবার রাত ১০টার দিকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে। ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয় অভিযুক্ত রাসেল মিয়ার। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

নেত্রকোনা মডেল থানায় ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ওই কিশোরী বাদী হয়ে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।