৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ নিউজ ডেস্ক :বরগুনার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা রফিক ওরফে মিলনকে (৪৫) গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। পুলিশ শুক্রবার রাতে মিলনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন ধর্ষণের অভিযোগের সত্যতা স্বীকার করেছে। মিলনের স্ত্রী রুমা জানায়, ১৫ বছর আগে মিলনের সাথে তার বিয়ে হয়। মিলন পেশায় একজন রং মিস্ত্রী। সে ১ থেকে ২ মাস যাবৎ শিশু কন্যাকে যৌন নির্যাতন করে আসছে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মা রুমা জানতে চায়। শিশুটি মা’কে ব্যথার জায়গা দেখিয়ে বলে, বাবা তাকে ব্যথা দিয়েছে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মিলন মারধর করে বিষয়টি ফয়সালা করে। এরপরেও মিলন একই কাজ করে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান জানান, ওসি (তদন্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, আমি কিছু করিনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা-মাসহ ধর্ষক গ্রেফতার সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা তিন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেফতার ৪ ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে দুই কিশোর মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাসের ভেতর নারীকে ধর্ষণ : গ্রেফতার ৭ মিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ৬ জন গ্রেফতার খুলনায় এএসআই’র শিশু পুত্র জশ হত্যায় মামলা, চাচা গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার বীর মুক্তিযোদ্ধাকে লাঠিপেটার অভিযোগে ওসি প্রত্যাহার SHARES Matched Content সারা বাংলা বিষয়: ৪অভিযোগেকন্যাকেগ্রেফতারধর্ষণেরবছরেরবাবাশিশু