কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা-মাসহ ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

নিউজ ডেস্ক :মানিকগঞ্জের ঘিওরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত রাজিবসহ তার মা-বাবা এবং এলাকার মাতব্বর তমিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, গত বুধবার (১৬ সেস্টেম্বর) প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গেলে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে রাজিব নামে এক যুবক। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা চালায় ভুক্তভোগীর পরিবার এবং এলাকার মাতব্বররা। বিষয়টি জানার পর সোমবার পুলিশ ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়িতে গেলে ঘটনার সত্যতা মেলে।

স্কুলছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতেই তাদের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।