গৌরীপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদের মতবিনিময় সভা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
গৌরীপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদের মতবিনিময় সভা

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বানে সম্ভাব্যপ্রার্থী হিসাবে প্রচার-প্রচারণায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বঙ্গবন্ধু চত্বরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আবুল কালাম আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন দলের নিবেদিত কর্মীদের মূল্যায়ন করছেন মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা। আপনাদের সঙ্গে দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসছি, আপনারা পাশে থাকলে দলীয় মনোনয়ন পেলে দলের আদর্শের বিজয় সুনিশ্চিত।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সহসভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সত্যেন দাস, যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুল মুন্নাফ, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের মোঃ কবীর উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ হাই, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃখাঙ্ক শংকর পাল, সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র চন্দ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একেএম শহিদুল হক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিমা পারভীন পাপড়ী, সাবেক কমিশনার হাবিবুর রহমান তালুকদার লিটন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনসুর আহাম্মেদ মিলন, সাবেক ভিপি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক কাশেম, সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহাম্মেদ মামুন, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কাউসার, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোস্তাকীম, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন প্রমুখ।