গৌরীপুর রোগ প্রতিরোধে আয়রন-জিংক সমৃদ্ধ উদ্ভাবিত নতুন ধানচাষ! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ কমল সরকার,গৌরীপুর : রক্তকণিকায় হেমোগ্লোবিন, গর্ভবতী মা, শিশু ও বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধি ও বুদ্ধি বিকাশসহ অসংখ্য রোগ-প্রতিরোধ ক্ষমতা আর অপুষ্টি তাড়ানো ধানের জাত ‘ব্রি-ধান ৮৪’। ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে বৃহস্পতিবার (২৩ জুলাই) ‘রাইস গ্রেইন ভেল্যু চেইন এক্টরস্ মিটিং’ এ তথ্য জানানো হয়। হারভেস্টপ্লাস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন প্রকাশ গণ উন্নয়ন কেন্দ্র। সভায় মানুষের দেহে ‘আইরন ও জিংক’ এর প্রয়োজনীয়তা তুলে ধরেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর এগ্রিকালচার রিসার্চ ডেভেলাপমেন্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম। তিনি জানান, জিংকের অভাবে শিশুদের ক্ষুধা মন্দা হচ্ছে। বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধি ও বিকাশ, মা ও শিশুর জন্য জিংক এবং আইরন অত্যন্ত প্রয়োজনী। এ চাহিদা পূরণ করবে বোরো মৌসুমে ব্রি-ধান ৮৪। শুধু জিংকযুক্ত ব্রি-ধান ৭৪। আমন মৌসুমের জন্য এসেছে নতুন উদ্ভাবিত বিনা ৬২, বিনা ৬৪ ও বিনা ২০ জাতের ধান। তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে মানুষের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করবে উদ্ভাবিত নতুন এ জাতের ধান। কৃষকদের এ ধান চাষের পদ্ধতি, ফসল কাটা, মাড়াই ও সংরক্ষণের বিষয়টিও তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার মোঃ শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবদুল ওয়াহেদ, প্রকাশ গনউন্নয়ন কেন্দ্রের কো-অর্ডিটের মোঃ মোতাকাব্বীর ভূইয়া, প্রোগ্রাম অফিসার মোঃ শামীম আলম,গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য সংগঠনের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, মোঃ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী, এনজিও, কৃষক, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তাসহ ৬০জন অংশ নেন। উদ্ভাবিত ধানের বাজারজাত, বীজ সংগ্রহ ও সরবরাহ, চাল উৎপাদন, বিপনন ও বাজার সৃষ্টির দায়িত্ব নেন প্রকাশ গনউন্নয়ন কেন্দ্রের কো-অর্ডিটের মোঃ মোতাকাব্বীর ভূইয়া। তিনি জানান, ওষুধের বিকল্প হিসাবে মানুষ উদ্ভাবিত নতুন জাতের এ চাল সংগ্রহ শুরু করেছে। আগামীদিনে ডাক্তারের ‘প্রেসক্রিপশানেও এ জাতের চাল খাওয়ার’ উপদেশ লেখা থাকবে, সেদিন প্রেসক্রিপশানে ওষুধ নয়, চালের নাম লেখা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে এ উপজেলায় এবার বোরে মৌসুমে অর্ধশত কৃষক এ ধান চাষের উদ্যোগ নিয়েছে। সহনাটী ইউনিয়নের কৃষক মোস্তাফিজুর রহমান জানান, এ ধানের ফলন ভালো হয়, চালও সুন্দর। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন গৌরীপুর প্রাক্তন ছাত্রদের করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা গৌরীপুর সহনাটী ইউনিয়নে এমপি’র ঈদ উপহার পেলো ১শ পরিবার গৌরীপুর স্যানিটারি ইন্সপেক্টর কর্মস্থলে না এসেই বেতন-ভাতা ভোগ করছেন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: আয়রন-জিংক সমৃদ্ধউদ্ভাবিত নতুন ধানচাষ!গৌরীপুররোগ প্রতিরোধে