আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক ; সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আওয়ামী লীগ নেতা শরবত মোল্যা হত্যা মামলার প্রধান আসামী খাজরা ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাত একটার দিকে তাকে ঢাকার খিলক্ষেত এলাকায় একটি নিজস্ব ফ্লাট থেকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইয়াসিন চৌধুরী জানান, চলতি বছরের ১০ এপ্রিল আধিপত্য বিস্তারের জেরে শাহ্ নেওয়াজ ডালিমসহ সঙ্গীয় লোকজন কর্তৃক গদাইপুর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শরবত মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠে।

এব্যাপারে নিহত শরবতের ছেলে সবুজ মোল্যা ১১ এপ্রিল চেয়ারম্যান ডালিমকে প্রধান আসামী করে ৫৭ জনের নাম উল্লেখসহ আশাশুনি থানায় মামলা দায়ের করেন। ওইদিন রাতেই পুলিশ চেয়ারম্যানের ভাই জুলফিকার জুলি, আব্দুস সালাম বাচ্চুসহ ১০জনকে গ্রেফতার করে।

সেই থেকে চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম পলাতক ছিলেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার আশাশুনি থানা পুলিশ থেকে জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ইয়াছিন যোগদানের পর বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হল। তার নামে আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।