প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিবন্ধিদের হুইল চেয়ার দিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক ; প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদার (শিমুল তরফদার) এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধি পরিবারের কাছে চেয়ার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদার।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল কাদের ভুঞা, ওয়ার্ড সদস্য মোঃ নাজমুল হক, মোঃ নজরুল ইসলাম প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।