বিরামপুরে পুলিশের জালে ধরা খেল মাদক ব্যাবসায়ী সুমন

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে এক’শ পঞ্চাশ বোতল ফেন্সিডিল ও আট’শ পিচ এ্যাম্পলসহ আব্দুর রাজ্জাক সুমন (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যাবসায়ী হলেন, জেলার পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক সুমন (৩২)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ১টি ভ্যানে আলুর বস্তার ভিতর মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৌরশহরের ঘাটপাড় নামক ব্রীজের পৃর্ব প্বার্শে ওঁৎ পেতে থাকি, ব্রীজের পশ্চিম প্বার্শে ভ্যানটি এলে আটক করে তল্লাশি পৃর্বক আলুর বস্তার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত এক’শ পঞ্চাশ বোতল ফেন্সিডিল ও বাজারের ব্যাগের মধ্যে আট’শ পিস এ্যাম্পলসহ আব্দুর রাজ্জাক সুমনকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পৃর্বক বুধবার দুপুরে দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।