দুই সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই আজ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

নিউজ ডেস্ক :ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে।রোববার (২০ সেপ্টেম্বর) এ দুই সংসদীয় আসনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাছাই বাছাই শুরু হয়েছে। এইসব আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ দুই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ করা হবে।

এমপিদের মৃত্যুর কারণে শূন্য হওয়া ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১২ প্রার্থী। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা-৫ আসনে এ তিন দলসহ মোট সাতটি দলের সাতজন এবং নওগাঁ-৬ আসনে চার রাজনৈতিক দলের চারজন ও স্বতন্ত্র একজনসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

ঢাকা-৫ আসনে যে সাত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু, বিএনপির সালাহ্ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) লুৎফুর রহমান।

এ বিষয়ে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-৫ আসনের রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বলেন, ঢাকা-৫ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে তারা মনোনয়ন জমা দেন।

নওগাঁ-৬ আসনের মনোনয়নপত্র দাখিল করা ৫ প্রার্থী হলেন- আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল, বিএনপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির কাজী গোলাম কবির, ন্যাশনাল পিপলস পার্টির ইন্তেখাব আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী জাহিদুল হক।

এর আগে ৬ মে বার্ধক্যজনিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ আসনটিও শূন্য হয়।