সরকারি চাল আত্মসাতের দায়ে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

অনলাইন ডেস্ক ; ভোলার লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার সকালে লালমোহন থানায় মামলা দায়ের করেন লালমোহনের ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার। অভিযুক্ত মনির মাতব্বর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিলার। উপজেলার চরউমেদ ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ওই চাল বরাদ্দ ছিল।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি বলেন, চরউমেদ ইউনিয়নের ডিলার মনির মাতব্বর হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাত করে ১২ বস্তা চাল গজারিয়া বাজার এলাকার মুন্সীবাড়িতে রেখেছে এমন অভিযোগে পুলিশসহ তিনি ওই বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে দুই বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ট্যাগ অফিসারের তথ্য অনুযাই ওই ডিলারের চালের গোডাউনে ১২ বস্তা চাল কম পাওয়া যায়। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, মামলার আসামি অভিযুক্ত ডিলার মনির মাতব্বরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।