জেএসসি পরীক্ষা: চট্টগ্রামে পাশের হার ৮২.৯৩ শতাংশ

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৮২.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী। তবে অকৃতিকার্য হয়েছে ৩৫ হাজার ১৩৭ জন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।

তিনি জানান, এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে ১ হাজার ২৭৪টি বিদ্যালয়ের ২ লাখ ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।তবে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৫ হাজার ৮৭১ জন। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন। অকৃতকার্য হয়েছে ৩৫ হাজার ১৩৭ জন শিক্ষার্থী।

থার্টি ফাস্ট নাইটে আতশবাজি-উচ্চ সাউন্ডে গান বাজানো বন্ধ-ওসি মোসলেম উদ্দিন