মানিকছড়িতে আগুনে ইসকন মন্দির পুড়ে ছাই

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মানিকছড়ি বাজারস্থ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাহাড়ে উপর প্রতিষ্ঠিত সাবেক বৈরাগী বাবার ঠাকুর মন্দির বর্তমান ইসকন মন্দিরে বৈদুতিক শর্টসার্কিট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৫ জুলাই ) বিকাল সোয়া ৫টার দিকে সপ্তাহিক হাটবারে উপজেলার বড় বাজারস্থ এই মন্দিরে আগুনের খবরে প্রথমেই ব্যবসায়ীরা আগুন নিভাতে ঝাঁপিয়ে পড়ে।

এর পর পুলিশ ও সেনাবাহিনী এবং যুব রেড ক্রিসেন্ট এর সদস্যদের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে থাকা অবস্থায় পার্শ্ববর্তী উপজেলা লক্ষ্মীছড়ি থেকে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন। দীর্ঘ ১ ঘন্টার চলমান আগুনে মন্দিরের সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

মন্দির পরিচালক বাবুল পাল জানান, মোটর থেকে বৈদুতিক শর্টসার্কিটে লাগা আগুনে সব ধূলিসাৎ হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতি প্রায় ১৫/১৬ লাখ টাকা।

অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ফোর্সদের নিয়ে অন্যান্য স্বেচ্ছাসেবীদের সাথে আগুন নেভাতে চেষ্ঠা করি। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মন্দির পরিচালক বাবুল পাল দাবী করছেন।