প্রতিষ্ঠালগ্ন থেকে বেতনভাতা পাচ্ছেন না লামার ধুইল্যাপাড়া স্কুলের শিক্ষকরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ সুজন ভট্টাচার্য্য,নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ধুইল্যা পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় টি নানা সমস্যায় জর্জরিত।প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত কোনো প্রকার বেতন ভাতা ছাড়াই ৪ জন শিক্ষক বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জানা যায় ১৯৯৮ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর সহযোগিতায় দূর্গম এলাকার শিক্ষা বঞ্চিত শিশুদের সঠিক পাঠদানের নিমিত্তে এলাকার এক ব্যক্তির দানকৃত ৩৩ শতক জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্টা করা হয়। বাঁশের বেড়া আর টিন দিয়ে নির্মিত ছোট্ট আকারের এই স্কুলটি তে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা ১৫০ এর অধিক হওয়ায় অবকাঠামোগত সংকটে ক্লাস রুমে বসার স্হান সংকুলান হচ্ছে না বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের।এছাড়াও দীর্ঘ ২১ বছরে বিদ্যালয়টি সরকারি করণের আওতায় না আসায় শিক্ষার্থীরা সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর ছাত্রী তানিশা আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ে দরজা জানালা না থাকায় বর্ষাকালে ক্লাস রুমে পানি ঢোকে, আর টিনের চালের নিচে ছাদ না থাকায় গ্রীষ্ম কালে ক্লাস রুমে বসা অত্যান্ত কষ্ট কর হয়ে পড়ে ।এমনকি আমাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে। এই বিষয়ে ধুইল্যা পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান,দীর্ঘদিন বেতন ভাতা না পেয়ে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।তারপর ও আমি এবং অত্র বিদ্যালয়ের বাকী শিক্ষকরা বিদ্যালয়ের সমস্ত কার্যক্রম যথাযথ ভাবে পালন করে যাচ্ছি।এই দূর্গম এলাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিতদের শিক্ষার আলোয় আলোকিত করতে দিন রাত পরিশ্রম করছি।তিনি সমাজের বিত্তশালী ব্যাক্তি ও জনপ্রতিনিধিদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান। সরই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম জানান,সার্বিক বিবেচনায় এই স্কুলটি খুব গুরুত্বপূর্ণ। তাই তিনি যতটা পারছেন স্কুলের জন্য সাহায্য সহযোগীতা করছেন। এই বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ জান্নাত রুমি বলেন ধুইল্যা পাড়া প্রাইমারী স্কুল টির সমস্যার ব্যাপারে আমি অবগত হবার পর থেকে কয়েক দফায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দের কাছে বিষয়টি উপস্হাপন করেছি এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় কে জেলা পরিষদের মাসিক মিটিং এ স্কুলের সমস্যা তুলে ধরার জন্য অনুরোধ করেছি। এই বিষয়ে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল মুঠোফোনে জানান,এই বিদ্যালয়ের জন্যে জানুয়ারি তে একটি কক্ষ করে দেবো বলে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ইতিমধ্যে জানিয়েছি।আর বাকী যে সমস্যা গুলো আছে সেগুলো সমাধানের জন্য সামনে জেলা পরিষদের মাসিক মিটিং এ বিষয় গুলো উপস্হাপন করে সমাধানের চেষ্টা করবো। ধামইরহাটে ৩৩ মাদক সেবীর কারাদণ্ড Share this:FacebookX Related posts: বইয়ের পাশাপাশি পোষাক ও টিফিনের জন্য শিক্ষার্থীদের ২ হাজার টাকা দেয়ার সিদান্ত রয়েছে লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু লামায় এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ কুমিল্লায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বাড়ি নির্মাণ যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকই একমাত্র ভরসা! কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্র নেতা কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ধুইল্যাপাড়া স্কুলের শিক্ষকরাপ্রতিষ্ঠালগ্নবেতন ভাতা পাচ্ছেন নালামা