স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৩ শিক্ষার্থী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফল অর্জনকারী স্নাতক ও স্নাতকোত্তরের ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ৫২ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। চ্যান্সেলর অ্যাওয়ার্ডে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, মোসা. নয়ন তারা (অর্থনীতি), নাসরিন আক্তার ঝুমুর (মার্কেটিং), রাবেয়া জামান (এআইএস), মোহাম্মদ রফিকুল ইসলাম (ব্যবস্থাপনা শিক্ষা), মোহাম্মদ কামরুল হাসান (আইসিটি), উম্মুল খায়ের সুমি (পরিসংখ্যান), রিপা আক্তার (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), মো. মাসুদ রানা (অর্থনীতি), খাদিজা বেগম (গণিত), পারভিন আক্তার (গণিত), আমেনা বেগম (আইসিটি), সানজিদা হক (পদার্থ বিজ্ঞান) ও মাহিনুর আক্তার (গণিত)। এদের মধ্যে আইসিটি বিভাগের আমেনা বেগম স্নাতকে একবার এবং স্নাতকোত্তরে দ্বিতীয়বার স্বর্ণপদক পাচ্ছেন। ওইদিন বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেয়ার জন্য ২ হাজার ৮৮৭ জনের নাম নিবন্ধন করা হয়েছে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (আচার্য) মো. আব্দুল হামিদ উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, রাষ্ট্রপতির হাত থেকে শিক্ষার্থীরা স্বর্ণপদক গ্রহণ করবে এটা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্যও অনেক বড় প্রাপ্তির জায়গা। আমরা চাই শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করে সর্বোচ্চ জায়গায় থাকুক। Share this:FacebookX Related posts: জেএসসি পরীক্ষা: চট্টগ্রামে পাশের হার ৮২.৯৩ শতাংশ প্রতিষ্ঠালগ্ন থেকে বেতনভাতা পাচ্ছেন না লামার ধুইল্যাপাড়া স্কুলের শিক্ষকরা বইয়ের পাশাপাশি পোষাক ও টিফিনের জন্য শিক্ষার্থীদের ২ হাজার টাকা দেয়ার সিদান্ত রয়েছে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭২ শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে রাষ্ট্রপতির আহ্বান লামায় এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব বহিষ্কার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০২৪৫ জন ফরম পূরণের অর্থ ফেরত পাচ্ছেন না শিক্ষার্থীরা কুবি বঙ্গবন্ধু পরিষদ : একাংশের কমিটি দেয়ায় প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কুবির ১৩ শিক্ষার্থীপাচ্ছেনস্বর্ণপদক