ছাড়া পেয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছাড়েন তিনি।এসময় ভিপি নুর সংবাদিকদের বলেন, আমাকে গ্রেপ্তার করার জন্য হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হচ্ছে। আইসিটি আইনে মামলা হয়েছে আমাদের নামে। ডাকসুর নির্বাচনের তিন মাস মেয়াদ আছে। এ মামলায় গ্রেপ্তার হলে দুই মাস আগে জামিন হয় না। তাই তাড়াহুড়া করে আমাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।তিনি বলেন, ঘটনার দিন লাইট বন্ধ করে আমাদের মারধর করে ছাত্রলীগের সভাপতি সঞ্জিত ও সেক্রেটারি সাদ্দাম। তারা আমার ভাই আমিনুরকে পিস্তলের বাট দিয়ে মেরে তিন তলা থেকে ফেলে দেয়। অন্যদেরও এভাবে মেরেছে। সরকারের দুঃশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম কথা বলায় আমাকে হত্যা করতে চেয়েছে। ‘আমি হাঁটতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না। কাশি দিলে পাজরে ব্যথা পাই। মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখি। আমার চিকিৎসার ব্যাপারে সন্দেহ আছে। আমাকে মেরে ফেলার জন্য আটবার হামলা করা হয়েছে। আর এগুলো করা হচ্ছে সরকারের ইশারায়।’ভিপি নুর বলেন, সাধারণ মানুষ ও ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে আজ আওয়ামী লীগ ক্ষমতায়। ছাত্রলীগ যেভাবে হামলা করেছে, যদি এদের বিচার না হয় তাহলে অন্য সরকার এলে এভাবেই চলতে থাকবে। এ ঘটনায় যারা জড়িত তাদের যেন বিচার হয়।এর আগে, বিশ্ববিদ্যালয়ের হলে কয়েকবার মারধরের ঘটনা হয়েছে। এগুলোর কোনো বিচার হয়নি। সরকার ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলায় আমার ওপর হামলা হচ্ছে। এখন মনে হচ্ছে মৃত্যু নিশ্চিত করতে আমার ওপর বারবার হামলা করা হচ্ছে। মামলা করতে গেলে নেয়নি। পরে আমাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। আহতদের চিকিৎসার মেডিক্যাল বোর্ডের প্রধান নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রাজিউল হক বলেন, ভিপি নুরকে ছুটি দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) তার কাছে ছাড়পত্র বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া নাজমুল ও ফারাবী ও ফারুককে ছাড়পত্র দেওয়া হবে। তাদের অবস্থা ভালো আছে। কোনো সমস্যা হলে ফলোআপে আসতে বলা হয়েছে। তীব্র শীতে সড়কে প্রাণ গেলো ৬ জনের Share this:FacebookX Related posts: আলহামদুলিল্লাহ আমি খুশি : সাঈদ খোকন জাতীয় পার্টির ৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক টাস্কফোর্সের নামে অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি মিথ্যাচার করে জিয়াকে খাটো করার অপচেষ্টা করছে: ফখরুল বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না : কাদের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের আ.লীগে সুযোগ সন্ধানীদের কোন স্থান নেই : তথ্যমন্ত্রী আ.লীগের বিধানে দয়া-মায়ার লেশমাত্র নেই জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’, নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: চাঞ্চল্যকরছাড়া পেয়েতথ্যদিলেননুর