এমপিওভুক্ত হচ্ছেন আরও ২০৩২ জন শিক্ষক-কর্মচারী

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

নিউজ ডেস্ক :বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আরও দুই হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির আওতায় আনা হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

মোট দুই হাজার ৩২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে স্কুলের এক হাজার ৫১৬ জন এবং কলেজের ৫১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। শিক্ষক-কর্মচারীদের আবেদনের ভিত্তিতেই তাদের এমপিওভুক্ত করা হচ্ছে বলে সভা সূত্রে জানা গেছে।

সভা সূত্রে জানা যায়, স্কুলের এক হাজার ৫১৬ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৬০ জন, চট্টগ্রামের ১০২ জন, কুমিল্লার ১১৭ জন, ঢাকার ২৪৩ জন, খুলনার ১৮৭ জন, ময়মনসিংহের ২০৯ জন, রাজশাহীর ১৯৫ জন, রংপুরের ২৬৭ জন এবং সিলেট অঞ্চলের ১৩৬ জন।

কলেজের ৫১৬ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৫ জন, চট্টগ্রামের ২১ জন, কুমিল্লার দুইজন, ঢাকার ৬১ জন, খুলনার ৫০ জন, ময়মনসিংহের আটজন, রাজশাহীর ১৭৪ জন, রংপুরের ১৬৬ জন এবং সিলেট অঞ্চলের ৯ জন।