সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২৮ সেপ্টেম্বর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ নিউজ ডেস্ক :করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ দিন ধার্য করেন। এ দিন আদালতে সাক্ষ্য দেন রফিকুল ইসলাম। তিনি জব্দ তালিকার সাক্ষী। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৮ সেপ্টম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৪২ সাক্ষীর মধ্যে চার জনের সাক্ষ্য শেষ হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে গত ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে দুপুরে সাবরিনা ও আরিফসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। চার্জশিটে সাবরিনা ও আরিফকে প্রতারণার মূলহোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছেন। ২০ আগস্ট ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। Share this:FacebookX Related posts: কোটচাঁদপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ডাকাতির মামলায় পুলিশসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড খনি দুর্নীতি: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ নভেম্বর করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪০ কারাগারে ডিভিশন পাবেন ডা. সাবরিনা এমসি কলেজে গণধর্ষণ : মামলার সাক্ষ্য গ্রহণ পেছাল ধামইরহাটে ৩৩ মাদক সেবীর কারাদণ্ড মাদারীপুরের ডিসি এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা মরেনি শুনেই সিনহার বুকে লাথি ও গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬ জামাতাকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি, স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন নাচোল পৌর নির্বাচন কাউন্সিলরসহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল SHARES Matched Content আইন আদালত বিষয়: -আরিফসহ'সেপ্টেম্বর২৮৮জনেরবিরুদ্ধেসাক্ষ্যসাবরিনা