এসএসসি ও সমমানের পরীক্ষা‍য় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। দেশের ৩ হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করার নির্দেশ দেয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটের তারিখ পিছিয়ে যাওয়ায় ৩ ফেব্রুয়ারি পরীক্ষা পুননির্ধারণ করা হয়।