বিমানের সৌদি ফ্লাইট অনিশ্চিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ নিউজ ডেস্ক : সৌদি আরবের ৩ রুটে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ভ্রমণের তিনদিন আগে সেই ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ জানায়, সৌদি আরবগামী যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরব কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সে দেশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি গমনেচ্ছুক সকল যাত্রীদের যাত্রার তারিখ, সময় ইত্যাদি যথাসময়ে অবহিত করা হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সৌদি ফ্লাইটের বিস্তারিত জানানো হয়েছিল। এতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা-চট্টগ্রাম রুটের ফ্লাইট চালু হবে। এ ফ্লাইট সপ্তাহে একদিন (রোববার) সৌদি যাবে। ২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট চলবে। এছাড়া ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ২১ তারিখ থেকে প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের ফ্লাইট আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে। চলবে সপ্তাহে একদিন- বৃহস্পতিবার বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এ ঘোষণার পরদিনই অনিশ্চয়তার ঘোষণা দিল বিমান। Share this:FacebookX Related posts: সৌদি আরবে এক সপ্তাহ বিমানের সব ফ্লাইট বাতিল জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর ৫ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী রোহিঙ্গাদের জন্য ৪০ হাজার কার্টন কোরবানির মাংস পাঠাচ্ছে সৌদি অনুমোদন হয়নি ঢাকাসহ সারা দেশে এলাকাভিত্তিক লকডাউন করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি মোবাইলে পৌঁছে যাবে শিক্ষকদের বেতন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ‘বাস্তবসম্মত রোডম্যাপ’ তৈরির আহ্বান ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার SHARES Matched Content জাতীয় বিষয়: অনিশ্চিতফ্লাইটবিমানেরসৌদি