সনদ নবায়নের সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল ইপিবি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ নিউজ ডেস্ক : চলতি ২০২০-২০২১ অর্থবছর মেয়াদি নিবন্ধন সনদ নবায়নের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। কোনো প্রতিষ্ঠান সনদ নবায়ন না করলে সে প্রতিষ্ঠানকে ৩১ অক্টোবরের পর কোনো ধরনের সেবা দেবে না বলেও জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইপিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান চলতি অর্থবছর মেয়াদি নিবন্ধন সনদ নবায়নের জন্য ৩১ আগস্ট পর্যন্ত ইপিবিতে আবেদন করতে সক্ষম হয়নি সেসব প্রতিষ্ঠান ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে নির্ধারিত নিবন্ধন নবায়ন ফি তিন হাজার টাকা ও বিলম্ব ফি দুই হাজার টাকাসহ মোট পাঁচ হাজার টাকার পে-স্লিপ ও নিম্নবর্ণিত কাগজপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে। আবেদনপত্রের সঙ্গে যা যা লাগবে- আবেদনকারীর সত্যায়িত দুই কপি ছবি, ট্রেড লাইসেন্সের নবায়িত কপি, ইআরসি সনদের নবায়িত কপি, সংশ্লিষ্ট সমিতির সদস্য সনের নবায়িত কপি, বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্সের নবায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। এছাড়াও লাগবে ফায়ার সার্ভিস সনদপত্রের নবায়িত কপি, ফায়ার পলিসির নবায়িত কপি, গ্রুপবীমার নবায়িত কপি, যে সকল প্রতিষ্ঠান অদ্যাবধি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কারখানা ভবনের লে-আউট প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইনের কপি দাখিল করেননি সে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে অনুমোদিত লে-আউট প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইন দাখিল করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০-২০২১ মেয়াদের জন্য নবায়নের আবেদন দাখিলের জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রফতানি উন্নয়ন ব্যুরোর সেবা বৃদ্ধি করা হলো। ৩১ অক্টোবরের পর নিবন্ধন নবায়ন ব্যতীত রফতানি উন্নয়ন ব্যুরো থেকে কোনো প্রকার সেবা (জিএসপি, সিও, সাপটা আপটা) প্রদান করা হবে না। এতে আরও বলা হয়, বিজিএমইএ ও বিকেএমইএ এবং অন্যান্য সমিতির সদস্যভুক্ত যে সকল প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ কার্যালয় থেকে সেবা গ্রহণ করে থাকে তাদের নিবন্ধন সনদ নবায়নের জন্য সরাসরি ব্যুরোর চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ কার্যালয়ে আবেদন করতে হবে। Share this:FacebookX Related posts: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত রাজশাহীতে নতুন পেঁয়াজের দাম পেয়ে খুশি কৃষক জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার মাঠে ধান পাঁকলেও মিলছেনা শ্রমিক; রয়েছে কাল বৈশাখীর ভয় আরও বেড়েছে মুরগির দাম, সবজি চড়াই করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬ শেয়ারপ্রতি দেড় টাকা দেবে ইস্টার্ন হাউসিং ধর্ষণ করে যাওয়ার সময় ঝাপটে ধরে চিৎকার, আটক পুলিশ সদস্য! ভরিতে ২৪৫০ টাকা কমল স্বর্ণের দাম সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে SHARES Matched Content অর্থনৈতিক বিষয়: ৩১অক্টোবরইপিবিনবায়নেরপর্যন্তবাড়ালসনদসময়