১৯ সেপ্টেম্বর কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের দাবি দিবস পালনের আহ্বান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ নিউজ ডেস্ক : ১৯ সেপ্টেম্বরকে দেশব্যাপী কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের দাবি দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। দিবসটি পালন উপলক্ষে আগামী শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত করবে দলটি। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন খান, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে নেতারা বলেন, গত মার্চ মাস থেকে করোনা সংকটে দেশের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষ বহুমুখী অর্থনৈতিক সংকটে জর্জরিত। উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় সংগঠিত ও অসংগঠিত খাতে লাখ লাখ শিল্প ও দোকান শ্রমিক কর্মচ্যুত। একইভাবে হাজার হাজার প্রবাসী শ্রমিক দেশে ফেরত এসেছেন। ব্যাপক চাহিদার ঘাটতি, ভয়াবহ বন্যা ও যোগাযোগ ব্যবস্থা অচল থাকায় কৃষক সমাজ ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। নগর ও গ্রামীণ অর্থনীতির মন্দায় দিন আনে দিন খায় মানুষগুলো ন্যূনতম উপার্জন থেকে বঞ্চিত। বাম নেতারা বলেন, গত কিছুদিন ধরে নিত্যপণ্যের (মোটা চাল, পেঁয়াজ, ভোজ্য তেল ও শাকসবজি) বাজারে পাগলা ঘোড়া দৌড়াচ্ছে। সাধারণ খেটে-খাওয়া মানুষগুলোর পরিবার পরিজন নিয়ে নাভিশ্বাস উঠেছে। মোটের ওপরে করোনা সংকটে সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষ এখন শুধুমাত্র ওপরওয়ালার ওপর ভরসা করে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের সংকট সমাধানে সরকারের তড়িৎ পদক্ষেপ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। একই সঙ্গে এই সংকট উত্তোরণে কয়েক দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- ১. সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করা। ২. কর্মচ্যুত শ্রকিদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা। ৩. গ্রামে গ্রামে সমবায় কৃষি খামার গড়ে তোলা। ৪. গ্রামীণ স্তরে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং ৫. কৃষকের অর্থকরী ফসল পাট উৎপাদন ও পাটপণ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দেয়া। Share this:FacebookX Related posts: চার আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১৯ জন পাবনা-৪ আসনে আবারও নির্বাচন দাবি বিএনপির জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন দেশে কখন কি ঘটে বলা যায় না বিএনপিকে স্বাগত জানালেন কাদের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাংলাদেশ ন্যাপ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ‘বাস্তবসম্মত রোডম্যাপ’ তৈরির আহ্বান এমসি কলেজের ঘটনায়ও শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত আত্রাইয়ে যুবলীগের গণতন্ত্র রক্ষা দিবস পালিত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের SHARES Matched Content রাজনীতি বিষয়: 'সেপ্টেম্বর১৯আহ্বানকৃষকদাবিদিবসপালনেরমেহনতি মানুষেরশ্রমিক