ধর্ষণ করে যাওয়ার সময় ঝাপটে ধরে চিৎকার, আটক পুলিশ সদস্য! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ নিউজ ডেস্ক :রং নম্বরে পরিচয়। প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে চলে যাওয়ার সময় ঝাপটে ধরে চিৎকার দেয় ধর্ষিতা মাদরাসা ছাত্রী (১৫)। পরে বাড়ির লোকজন ধর্ষককে আটক করে আটকে রাখে। এ ঘটনায় ধর্ষককে ছাড়িয়ে নিতে ধর্ষিতার বাড়িতেই হামলা চালালে দুই ইউপি সদস্যসহ আহত হন কমপক্ষে পাঁচজন। পরে স্থানীয় চেয়ারম্যানের খবরে পুলিশ এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে নিয়ে যায়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান গ্রামে। এ ঘটনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা করেন। পরে আটককৃত পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আটক পুলিশ সদস্য মো. ইজাদুল হক ওরফে রতন (২১) উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। স্থানীয় সুত্র ও ধর্ষতারার পরিবারিক সূত্রে জানা যায়, রতনের সঙ্গে রঙ নম্বরে পার্শ্ববর্তী রাজিপুর ইউনিয়নের ওই ছাত্রীর সাথে পরিচয় হয়। পরে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন রতন। গত এক মাস ধরে তিনি বাড়িতে ছুটিতে আছেন। মঙ্গলবার রতন ছাত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে সন্ধ্যার পর তার বাড়িতে যান। থানায় অবস্থান করা ছাত্রী জানায়, রাত ৮টার দিকে ঘরের পিছনে এসে পরদিনই বিয়ের কথা বলে তাকে বাহিরে নিয়ে আসে। এক পর্যায়ে তাকে ধর্ষণ করে চলে যেতে চায়। এ সময় বিয়ের কথা বললে ধর্ষক রতন তাকে বলে, ‘এখন বিয়ে করলে চাকরির সমস্যা হবে।’ এক বছর পরে বিয়ে করবে। এতে সে রতনকে ঝাপটে ধরে চিৎকার দেয়। পরে পরিবারের লোকজন এসে একটি ঘরে নিয়ে আটকে রাখে। ছাত্রীর বাবা জানায়, তাঁর ছেলেও একটি থানায় কনস্টেবল পদে চাকরি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার বেশ কয়েকজনকে জানালে তাঁরা ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টাকালে ধর্ষণে অভিযুক্ত রতনের লোকজন উপস্থিত লোকজনের ওপর অর্তকিতে হামলা চালায়। এ সময় স্থানীয় ইউনি সদস্য সামছুল হক ও মো. ইস্রাফিল হোসেনসহ কমপক্ষে পাঁচজনকে আহত করে। খবর পেয়ে স্থানীয় রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাব্বিরুল ইসলাম এসে পুলিশে খবর দেয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, নির্যাতনের শিকার মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার হাসপাতালে পাঠানো হবে। Share this:FacebookX Related posts: স্কুলছাত্রীকে ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেফতার নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ মাদকের সাথে সখ্যতাকারি কোন সদস্য পুলিশ বাহিনীতে থাকবে না : ডিআইজি ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকারীচক্রের ০৭ জন সক্রিয় সদস্য আটক গৌরীপুরে ১২ জুয়ারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ নামাজে যাওয়ার পথে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা ঝালকাঠির শীতলপাটি সমবায় সমিতির সদস্যদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত হালুয়াঘাটে সড়ক দুঘর্টনায় নিহত ১ আটক -২ SHARES Matched Content সারা বাংলা বিষয়: আটককরেচিৎকারঝাপটে ধরেধর্ষণপুলিশযাওয়ারসদস্যসময়