ভরিতে ২৪৫০ টাকা কমল স্বর্ণের দাম

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

নিউজ ডেস্ক :বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত কমিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। নতুন এ দর বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে শুক্রবার স্বর্ণের দাম ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ছিল জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও কমানো হয়েছে বলে জানায় তারা।

জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাম কমানোর কারণে বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ৫১ হাজার ৭৮৯ টাকা লাগবে গ্রাহকদের।

সমিতি জানায়, বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেট ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৫৬০ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ৫৪ হাজার ৭৮৮ টাকায়। বৃহস্পতিবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ২ হাজার ৪৫০ টাকা কমছে।

গত ৫ আগস্ট বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ডলার ছুঁয়ে যায়। তখন দেশের বাজারে ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি পায়।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেট প্রতি ভরি রুপার অলংকারের দাম পড়বে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার অলংকার কিনতে লাগবে যথাক্রমে ১ হাজার ৪৩৪ ও ১ হাজার ২২৪ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার অলংকার আগের মতোই ৯৩৩ টাকা ভরি।