ধরলার ভাঙনে বিলীনের পথে মেখলির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র রুপ নিয়েছে। অব্যাহত ভাঙনে বিলীনের পথে উপজেলার মেখলির চর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার স্কুলটির একাংশ নদী গর্ভে চলে গেছে। স্কুলের মালামাল সরিয়ে নিচ্ছেন শিক্ষকরা। মেখলির চর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর আলী জানান, ১৯৯০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ৪ জন শিক্ষক ও প্রায় ১শত শিক্ষার্থী নিয়ে চর এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রাখছিলো স্কুলটি। ৪ রুম বিশিষ্ট স্কুলের ভবনটি নির্মিত হয় ২০০০ সালে। গত এক মাস ধরে মেকলি গ্রামে ধরলার ভাঙন চলছে। এতে এ পর্যন্ত ৪০ থেকে ৪৫টি পরিবার গৃহহীন হয়েছে। গত এক সপ্তাহ ধরে ধরলার তীব্র ভাঙনে স্কুলটির কাছে চলে আসে নদী। রবিবার থেকে নদীতে পানি বাড়ায় ধসে পড়ার উপক্রম হয়েছে স্কুলের পাকা ভবনটি। তিনি জানান, উপজেলা শিক্ষা অফিসের পরামর্শে স্কুলের চেয়ার, বেঞ্চসহ অন্যান্য মালামাল সরিয়ে নেয়া হচ্ছে। ভাঙনের শিকার স্থানীয় বাসিন্দা বাছের আলী ও আবদার আলী জানান, স্কুল ছাড়াও চর মেখলি জামে মসজিদও হুমকির মুখে। বর্তমানে তীব্র ভাঙনে প্রতিনিয়ত গৃহহীন হচ্ছে এই গ্রামের মানুষ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম মন্ডল জানান, সরেজমিন পরিদর্শন করে স্কুলের বর্তমান অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানো হয়েছে। Share this:FacebookX Related posts: ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত লাখো শিক্ষার্থীর কন্ঠে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার- শিবলী সাদিক এমপি মদপানে ঈদ উদযাপন, একসঙ্গে ৬ জনের মৃত্যু পঞ্চগড়ে প্রায় দু’শতাধিক শিশুর মাঝে ত্রাণ বিতরণ পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত ফেনসিডিলসহ দুই নারী আটক পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন বিরামপুরে ইউপি সদস্যসহ গ্রেফতার ১৩ পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্তিযুদ্ধে ব্যবহৃত রাইফেলের পরিত্যাক্ত ১১৫ রাউন্ড গুলি হস্তান্তর SHARES Matched Content দেশের খবর বিষয়: ধরলার ভাঙনেবিলীনের পথেমেখলির চরসরকারি প্রাথমিক বিদ্যালয়