গৌরীপুরে নন এমপিও শিক্ষকদের মাঝে সরকারি প্রণোদনার চেক বিতরণ

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নন এমপিও (দাখিল, আলিম, ফাযিল ও এবতেদায়ি) শিক্ষকদের মাঝে বুধবার (২৬আগস্ট) উপজেলা পাবলিক হলে করোনাকালীন দুর্যোগের জন্য প্রণোদনার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এ চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু প্রমুখ। প্রথম দফায় উচ্চ বিদ্যালয়ের ৪৯ জন শিক্ষকের প্রত্যেককে ৫হাজার টাকা, ১৩জন কর্মচারী প্রত্যেককে ২হাজার ৫শ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে মাদরাসার ১১২জন শিক্ষকের প্রত্যেককে ৫হাজার টাকা ও ৮জন কর্মচারীর প্রত্যেককে ২হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয়।