সরিষাবাড়ীতে খাদে পড়ে সিএনজি চালকের মৃত্যু

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে কবির হোসেন (৫০) নামে এক সিএনজি অটোরিকশা চালক খাদে পড়ে মারা গেছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে পজেলার পিংনা ইউনিয়নের পদ্মপুর এলাকার সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে কবির হোসেন তার সিএনজিতে পদ্মপুর থেকে তিনজন যাত্রী নিয়ে টাঙ্গাইলের ভুয়াপুরে যাচ্ছিলেন। রওনা হওয়ার কিছুক্ষণ পরই ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সিএনজিসহ খাদে পড়ে যান।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।