সরিষাবাড়ীতে ১০ ঘণ্টার ব্যবধানে করোনায় দুইজনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০ অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে করোনায় চিকিৎসাধীন অবস্থায় ১০ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহি উদ্দিন (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান। তায়েজ আলী (৭০) নামে অপর একজন বৃহষ্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ এস কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মহি উদ্দিন জেলার সরিষাবাড়ী উপজেলাধীন সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ি গ্রামের মৃত কাদিম উদ্দিনের ছেলে। তিনি উপজেলার কোনাবাড়ি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া তায়েজ আলী সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী (কুমলিবাড়ি) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান উভয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া মহি উদ্দিন আগে থেকেই ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক রোগে ভুগছিলেন। গত ১ জুলাই তার দেহে করোনা শনাক্ত হয়। পরে তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টার দিকে তিনি মারা যান। অপরদিকে তায়েজ আলী বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ২৯ জুন নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়। ৩০ জুন তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ১ জুলাই তাকে ময়মনসিংহের এস কে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকালে তিনি মারা যান। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, উভয়ই হাসপাতালে মৃত্যুবরণ করায় তাদের বাড়ি লকডাউন করার প্রয়োজন নেই। তবে তাদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হবে। সংশ্লিষ্ট কমিটি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মোতাবেক মারা যাওয়া ব্যক্তি দুইজনের লাশ দাফনে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। Share this:FacebookX Related posts: সরিষাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা জামালপুরের সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করায় ছয়জনকে অর্থদণ্ড জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ দম্পতি আটক সরিষাবাড়ীতে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত সরিষাবাড়ীতে ১১৫টি পরিবারকে অনুদানের চেক ও ঢেউটিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী সরিষাবাড়ীতে ধানক্ষেত থেকে নবজাতকের লাশ উদ্ধার সরিষাবাড়ীতে আ.লীগে দু’গ্রুপে সংঘর্ষ, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: পুলিশসহ আহত অর্ধশত সরিষাবাড়ীতে খাদে পড়ে সিএনজি চালকের মৃত্যু সরিষাবাড়ীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা SHARES Matched Content দেশের খবর বিষয়: ১০ ঘণ্টার ব্যবধানেকরোনায় দুইজনের মৃত্যুসরিষাবাড়ীতে