সুস্থ হয়ে ফিরলেন প্রায় এক কোটি ৪২ লাখ

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অদৃশ্য এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। সংক্রমণের তালিকাতেও যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম। তবে করোনায় সংক্রমিতের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার (১৫ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৮৩৪ জন। এছাড়া সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৮৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৩৫৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৫৩৫ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৫৭১ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ২৫ লাখ ২৫ হাজার ২২২। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ১৩৪ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১২ হাজার ৮২৩ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৪৯৮ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ১৪০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৫৬ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।