জাতীয় শোক দিবস উপলক্ষে তজুমদ্দিনে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে ভোলার তজুমদ্দিনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার দুপুরে তজুমুদ্দিন উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচীর উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন শেষে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভার উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ অনান্যরা। পরে সাধারণ মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহ দিতে স্থানীয়দের মাঝে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।