ভালুকায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের উত্তর তালাব খইয়ার খাল থেকে অজ্ঞাত (৫০) মহিলার লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়,গত (০৪ আগস্ট) মঙ্গবার দুপুরে ওই এলাকার খইয়ার খালে মহিলার লাশ পরে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ভালুকা মডেল থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান,মহিলার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি!