সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদের আইনের আওতায় আনা হবে : নৌ প্রতিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সরকারী কর্মকর্তা ও নেতা- নেত্রীদের ছবি ব্যবহার করে যারা অপকর্ম করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার দুপুরে রংপুর জিলা স্কুল মিলনায়তনে তিনি রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রদানমন্ত্রী বরাবরই গণমাধ্যমকর্মীদের খোঁজ খবর রাখেন এবং সাংবাদিকদের পেশার মান উন্নয়নের জন্যও কাজ করে যাচ্ছেন। তিনি সব সময়ই দেশবাসীসহ তাদের দু:সময়ে পাশে থাকেন। আজকের এই চেক বিতরণ তারই একটি উদাহরণ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে. এম তারিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, দেশের ইমেজ নষ্ট করতেই স্বাস্থ্য খাতের দূর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। হাওয়া ভবন থেকে স্বাস্থ্য খাতে দূর্নীতি শুরু হয়। স্বাস্থ্যখাতসহ সব সেক্টরের দুর্নীতিবাজদেরই আইনের আওতায় আনা হবে এবং আওয়ামী লীগ সরকার সে কাজটিই করে যাচ্ছে। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে ৬ জেলার ২০১ সাংবাদিকদের হাতে এই সহায়তার চেক তুলে দেয়া হয়। Share this:FacebookX Related posts: আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: তাদের আইনের আওতায় আনা হবেনৌ প্রতিমন্ত্রীভাবমূর্তি ক্ষুন্ন করছে যারাসরকারের