আখাউড়ায় দেশীয় চোলাই মদসহ আটক ৪

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১মণ ১১ লিটার দেশীয় চোলাই মদসহ চার জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া বাজার সুইপার কলোনি থেকে ওই মদসহ ৪মাদক ব্যবসায়ীকে আটক করে আখাউড়া থানা পুলিশ।

আটককৃতরা হলো কমল দাস (৩৭), ধনঞ্জয় দাস (৩৫), হীরা লাল রবি দাস (৬৫) ও টিটু মিয়া (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই নিতাই চন্দ্র দাস, এসআই মতিউর, এসআই আমীর, এসআই এরশাদ ও এসআই আবুল হোসাইনসহ পুলিশের একটি চৌকশ দল উপজেলা মোগড়া বাজার এলাকায় সুইপার কলোনিতে অভিযান চালায়। এসময় বিক্রয়ের জন্য একাধিক প্লাষ্টিক ড্রাম ও বোতলে ধারনকৃত ১মণ ১১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী জানান, আটককৃতদের বিরেদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।