রাজশাহীতে বেদে নারীদের চাঁদাবাজি, অতিষ্ঠ মানুষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর রাস্তায় রাস্তায় সাপ নিয়ে বেদে সম্প্রদায়ের নারীরা চাঁদা উত্তোলন করছেন। বেশ কয়েকদিন থেকে চলছে এ ধরনের চাঁদাবাজি। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন মহানগরীর ব্যবসায়ী ও সাধারন মানুষ। মহানগরীর ব্যস্ততম সাহেববাজার জিরোপয়েন্টেসহ নিউমার্কেট এলাকায় দেখা গেছে এ ধরনের দৃশ্য। বেদে সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারীরা সাপ নিয়ে চাঁদা তুলছেন। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছে টাকা চাইছেন। এর ফলে ছোট-বড় সব বয়সি মানুষ আতঙ্কিত হয়ে উঠছেন। টাকার জন্য কাঠের ছোট বাক্সের মধ্য থেকে সাপের মাথা বের করছেন। এতে চমকে উঠছেন পথচারী ও দোকান মালিকরা। এরপর পথ আগলে দাবি করা হচ্ছে টাকা। চাহিদা মতো টাকা না দিলে ছেলেদের শার্ট আর মেয়েদের ওড়না টেনে ধরা হচ্ছে। ছোট কাঠের বাক্স নিয়ে বেদেদের চাঁদাবাজি নতুন নয়, কিন্তু বর্তমানে তা খুব বেশি দেখা যাচ্ছে মহানগরীতে। অনেক পথচারী সাপের ভয় থেকে বাঁচতে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। মহানগরীর সাহেববাজার, অলকার মোড়, রানীবাজার, আরডিএ মার্কেট এলাকার সামনে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এসব নারীকে। লোক বুঝে যার থেকে যেমন টাকা পাচ্ছেন, তা আদায় করছেন। তবে এসব বিষয়ে বেদে নারীরা জানান, তারা বেদে সম্প্রদায়ের মানুষ। আয়-উপার্জনের ভিন্ন কোনো পথ তাদের জানা নেই। তাই তারা সাপ দেখিয়ে টাকা নেন। প্রতিদিন তার যে আয় হয় এ টাকা দিয়েই কোনোভাবে ছেলে ও মেয়েকে নিয়ে সংসার চালান। তারা আরো জানান, তারা যাযাবরের মতো ঘুরে বেড়াই। মানুষ যে সাহায্য দেয়, তাই খেয়ে বেঁচে থাকে তারা। ছেলেরা সাপ ধরেন আর মেয়েরা সেই সাপ নিয়ে বিভিন্ন এলাকায় খেলা দেখিয়ে রোজগার করেন বলে জানান তারা। এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানায়, বেদেদের টাকা তোলার বিষয়ে নির্দিষ্ট করে অভিযোগ পাওয়া যায়নি। কেউ যদি অভিযোগ করে তাহলে ব্যবস্থাগ্রহণ করা হবে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে আনসার সদস্যকে পেটালো আ.লীগ নেতা রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ রাজশাহীতে এবার আম বিক্রিতে গুরুত্ব পেয়েছে অনলাইন রাজশাহীতে কাঁচা সড়কে দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ রাজশাহীতে নতুন করোনা শনাক্ত ১৯৪, সুস্থ ১১৬ রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী রাজশাহীতে ১৪জন সেরা করদাতাকে সংবর্ধনা প্রদান SHARES Matched Content দেশের খবর বিষয়: অতিষ্ঠ মানুষচাঁদাবাজিবেদে নারীদেররাজশাহীতে