গৌরীপুরের দরিদ্র বিল্লাল বাদাম বিক্রি করে পড়ালেখা ও সংসারের খরচ যোগাচ্ছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ কমল সরকার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়নের লক্ষী নগড় গ্রামের আঃ কদ্দুছ মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন মাওহা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে সে গৌরীপুর সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ কওে বর্তমানে গৌরীপুর সরকারী কলেজেই সমাজকর্ম বিভাগে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত। ছোট বেলা থেকেই দরিদ্রতার সাথে যুদ্ধ করে পড়ালেখা চালিয়ে গেছে বিল্লাল। তাহার বাবা আঃ কদ্দুছ পেশায় রিক্সা চালক ছিলেন। বর্তমানে বয়সের কারনে অসুস্থ হয়ে দুই বছর আগে রিক্সা বিক্রি করে দিয়ে বাড়িতেই কর্মহীন অবস্থায় আছেন। ৬৫ বছরের বৃদ্ধা আঃ কদ্দুছ জানান, তার চার ছেলে ও দুই মেয়ে। দুই ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে। এক মেয়েকে বিয়ে দিয়েছি, এখন আমি আর রিক্সা চালাতে পারি না তাই রিক্সা বিক্রি করে দিয়েছি। বর্তমানে পুরো সংসার চালানোর দায়িত্ব নিয়েছে ছেলে বিল্লাল। এক্ষেত্রে বিল্লাল কিছু উপায়ন্তর না পেয়ে স্থানীয় মাওহা বাজারে প্রতিদিন বাদাম বিক্রি শুরু করেন। বাদাম বিক্রি থেকে যা আয় হয় তা দিয়ে অনেক কষ্ট করে পড়ালেখা ও সংসারের খরচ যোগাচ্ছে বিল্লাল। বিল্লাল মিয়া জানান বাবার কোন জমি-জমা নেই। আমরা চার ভাই ছিলাম দুই ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে, এক বোন বিয়ে দিয়েছি। এখনও মা বাবা এক ভাই এক বোনকে নিয়ে দীর্ঘ দুই বছর ধরে বাদাম বিক্রি করে যা আয় হয় তা দিয়ে নিজের লেখাপড়ার খরচসহ কোন রকমে খেয়ে না খেয়ে সংসারের খরচ যুগিয়ে যাচ্ছি। বিল্লাল বলেন জনপ্রতিনিধি বা সরকারী কোন সুযোগ সুবিধা এ পর্যন্ত আমরা পাইনি। দরিদ্র পরিবারটিকে কেউ সাহায্য করতে চাইলে এই নাম্বারে ( বিকাশ নং-০১৭১২৮৫৩৯৪৯) যোগাযোগ করতে পারেন। Share this:FacebookX Related posts: র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে শীত বস্ত্র বিতরণ গৌরীপুর হরিজন পল্লীতে জেলা পরিষদ সদস্য খারুল বাশারের কম্বল বিতরণ গৌরীপুরের ৫০মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উৎপাদনের প্রস্তুতি প্রায় শেষের দিকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গৌরীপুরের বোরহান উদ্দিন গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম গৌরীপুরের কৃতি সন্তান ডাঃ আকাশ জাপা কেন্দ্রীয় মেডিকেল টিম সমন্বয়কারী গৌরীপুরের পথে পথে ইফতার নিয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি গৌরীপুরের ভাষা সৈনিক ডাঃ এম এ সোবাহান এর ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার গৌরীপুরের ভাঙ্গা রাস্তা সংস্কার করেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে সুন্দর ছোট্ট মেয়েটি সড়ক দুর্ঘটনায় পূর্বধলার ৬ নিহত পরিবারের পাশে: জেলা প্রশাসন হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী এঙ্গুর মিয়া SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেরদরিদ্র বিল্লালপড়ালেখা ও সংসারের খরচ যোগাচ্ছেবাদাম বিক্রি করে