আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে সুন্দর ছোট্ট মেয়েটি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : পতুল পতুল মেয়েটি’র আজ আনন্দ নেই। সকলকে মাতিয়ে রাখা প্রাণ চঞ্চল ছোট্ট মেয়েটি নিশ্চুপ হয়ে গেছে। শরীরে বাসা বেঁধেছে মরন ব্যাধি ক্যান্সার। হাসি-খুশিতে মেতে থাকা মেয়েটি প্রতিক্ষনে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তার চোখে মুখে এখন বেঁচে থাকার আকুতি। ফ্যাকাশে হয়ে গেছে তার শরীরের রঙ। সেই মেয়েটির নাম সাদিয়া ইসলাম রিয়া। তার পেট কেটে বের করা হয়েছে ৩ কেজি ৭৫ গ্রাম ওজনের একটি টিউমার। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার বাবা মোঃ রফিকুল ইসলাম,পেশায় একজন সিএনজি চালক। মা সানোয়ারা মবিন, গৃহিনী। বাস করেন পৌর শহরের নতুনবাজার এলাকায় ভাড়া বাসায়। নেই তার মাথা গোঁজার নিজস্ব এতটুকু ঠাঁই। সেই ভাড়া বাসায় দুই মেয়ে আর এক কন্যাকে নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। কভিড-১৯ দুর্যোগের আগে ডাল-ভাতে চলছিলো সুখের সংসার। হঠাৎ মেয়েটির পেটে প্রচন্ড ব্যাথা। সেই ব্যাথার যন্ত্রণায় শুধু বাবা-মা নয়, প্রতিবেশীরাও কেঁদেছেন। স্থানীয়ভাবে চিকিৎসায় ভালো না হওয়ায়, ছুটে যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও কাঙ্খিত উন্নতি না হওয়ায় পাঠানো হয় ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন সময়ে তার অপারেশন হয় । বের করা হয় ৩ কেজি ৭৫ গ্রাম ওজনের একটি টিউমার। টিউমার অপারেশনের পর সারা শরীরে ছড়িয়ে যায় ক্যান্সারের জীবানু। ডাক্তার বলেছে, সঠিক চিকিৎসা হলে সে ভালো হয়ে উঠবে। শুধু প্রয়োজন ১৫টি কেমো থ্যারাপি। বাবার পক্ষে পতুল পতুল মেয়েটিকে বাঁচানোর নেই আর্থিক সামর্থ্য। মায়াবী চেহারা, কোমল হৃদয়ে আকাশে পানে তাকিয়ে আছে রিয়া। বাবার সামর্থ্য নেই এই কথাটি তার জানা নেই। তার চিকিৎসার সহযোগিতার জন্য ইতোমধ্যে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরাও এগিয়ে এসেছেন। শেষ হয়েছে ৫টি কেমো থ্যারাপী। আর ১০টি কেমোথ্যারাপীর জন্য প্রয়োজন মাত্র ৩ লাখ টাকা আর দৈনন্দিন ওষুধের জন্য ১ লাখ টাকা। মাত্র ৪ লাখ টাকা হলেও বেঁচে যাবে ছোট্ট রিয়া। ছোট্ট রিয়া’র হাসিমুখ দেখতে আপনিও সহযোগিতার হাত বাড়াতে পারেন ! সেই সহযোগিতায় রিয়া আবারও হাসবে, খেলবে, ফিরবে প্রিয় বান্ধুবীদের খেলার দলে। প্রাণচাঞ্চল্য ফিরে আসবে তার। সহযোগিতার জন্য বাবার বিকাশ নং ০১৯১৬-৮৬২৫৭৩। এ ছাড়াও সাহায্য পাঠাতে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড গৌরীপুর শাখায় সঞ্চয়ী হিসাব, যার নং ৩৩০৯২০১০১৮৬৮৭। কত টাকা কতভাবে খরচ করেন আপনারা। আপনাদের এতটুকু সাহায্যে এ সুন্দর পৃথীবিতে বেঁচে থাকবে পতুল পুতুল মেয়েটি। Share this:FacebookX Related posts: ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক শহরের আকুয়া বাইপাসে শীত বস্ত্র বিতরণ হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশন’র উদ্যেগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত র্যাব-১৪ কর্তৃক ময়মনসিংহ শহরে শীত বস্ত্র বিতরণ গৌরীপুর হরিজন পল্লীতে জেলা পরিষদ সদস্য খারুল বাশারের কম্বল বিতরণ গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম হালুয়াঘাটে কর্মহীন অসহায় দুস্থ ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে দিন মজুর দৃষ্টিহীন স্বামীর চোখের চিকিৎসার জন্য স্ত্রী’র আর্তি গৌরীপুরের দরিদ্র বিল্লাল বাদাম বিক্রি করে পড়ালেখা ও সংসারের খরচ যোগাচ্ছে সরিষাবাড়ীতে ১১৫টি পরিবারকে অনুদানের চেক ও ঢেউটিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী হালুয়াঘাটে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ সড়ক দুর্ঘটনায় পূর্বধলার ৬ নিহত পরিবারের পাশে: জেলা প্রশাসন হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী এঙ্গুর মিয়া SHARES Matched Content দেশের খবর বিষয়: আপনার একটু সহযোগিতায়বেঁচে যেতে পারেসুন্দর ছোট্ট মেয়েটি